Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মুক্তিযুদ্ধে বান্দরবান সদর

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বীর বিক্রম ইউ. কে. চিং

একাত্তরের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের এক স্মরণীয় অধ্যায়। বাংলাদেশের আপামর জনগণ এক হয়ে এই যুদ্ধে অংশ নিয়েছিলেন। পরাধীন দেশকে স্বাধীন করার ব্রত নিয়ে যাঁরা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিরেন তাঁদের একজন ছিলেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উপজাতী ইউ. কে. চিং।

বিভিন্ন সংগ্রামে আমরা যেমন বিজয় ছিনিয়ে এনেছি তেমনি অনেক ক্ষেত্রে পরাজয়ের গ্লানিও স্বীকার করেছে। সেসব পরাজয়কে আমরা বিজয়ে পরিণত করতে পেরেছি ১৯৭১ সালে এক রক্তসাগর পাড়ি দিয়ে। আর সেই রক্তস্নাত ইতিহাসের একজন সৈনিক এবং জীবন্ত সাক্ষী উপজাতীয় মুক্তিযোদ্ধা ইউ. কে. চিং।

অসম সাহসী ছিলেন এই উপজাতী মুক্তিযোদ্ধা। ইপিআর-এর একজন সদস্য হিসাবে তাঁর বাঙালী ভাইদের সঙ্গে কাঁধে কাঁদ মিলিয়ে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। যুদ্ধ করেন ৮ নং সেক্টরে। বারংবার সম্মুখসমরে অবস্থান নিয়ে যু্দ্ধে অংশ নেয়ার জন্য বাংলাদেশ সরকার তাঁকে ‌‌''বীর বিক্রম'' উপাধিতে ভূষিত করেছেন। তিনি একমাত্র উপজাতী খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তিনি পার্বত্য চট্টগ্রামের জনগণ ও উপজাতীয়দের গৌরব তথা বাংলাদেশের গৌরব।

মহান মুক্তিযুদ্ধের যুদ্ধ ক্ষেত্র হিসেবে এ উপজেলার কালাঘাটা নামক স্থানটি বিশেষভাবে পরিচিত।  এ উপজেলার ডলুপাড়া ও কেনাইজুপাড়ায় মুক্তিয়োদ্ধাদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়।

 

মুক্তিযোদ্ধাদের তালিকা

 

ক্রমিক

নং

গেজেট/বিশেষ গেজেট/মুক্তিবার্তা নং

মুক্তিযোদ্ধাদের নাম

১।

গেজেট নং-০১

সেলিম আহমদ চৌধুরী

২।

গেজেট নং-০২

মংশৈহ্লা

৩।

গেজেট নং-০৩

কবির  আহমদ

৪।

গেজেট নং-০৫

সাধন চন্দ্র দাশ

৫।

গেজেট নং-০৭

মৃত মোহাম্মদ হোসেন  চৌধুরী

৬।

গেজেট নং-০৯

সত্যেন্দ্রনাথ মজুমদার

৭।

গেজেট নং-১০

সামশুল ইসলাম সিকদার

৮।

গেজেট নং-১১

মৃদুল সরকার

৯।

গেজেট নং-১২

সুশীল বড়ুয়া

১০।

গেজেট নং-১৩

মৃত সত্য রঞ্জন মলিস্নক

১১।

গেজেট নং-১৪

মৃত মোহাম্মদ ইসমাইল

১২।

গেজেট নং-১৫

মৃত চিত্ত রঞ্জন মলিস্নক

১৩।

গেজেট নং-১৭

মৃত সফিকুল ইসলাম

১৪।

গেজেট নং-১৮

মৃত সুবেদার মেজর মংসিনু

১৫।

গেজেট নং-২০

কাজল কামিত্ম বিশ্বাস

১৬।

গেজেট নং-২২

সুধাংশু বিমল জলদাশ

১৭।

গেজেট নং-২৪

মৃত মোখলেছুর রহমান চৌধুরী

১৮।

গেজেট নং-২৬

মোঃ শফিকুর রহমান

১৯।

গেজেট নং-২৭

মৃত আবদুল মোনাফ

২০।

গেজেট নং-২৮

শফিকুর রহমান

২১।

গেজেট নং-৩০

মোহাম্মদ  আবদুচ সবুর

২২।

গেজেট নং-০৬

সুবল চন্দ্র মুহুরী

২৩।

বিশেষ গেজেট নং-৭২০৬

মোঃ তারম্ন মিয়া (অবঃ)

২৪।

বিশেষ গেজেট নং-৭২০৭

মোঃ আবুল কাশেম চৌধুরী

২৫।

বিশেষ গেজেট নং- ৭২০৯

নজরম্নল ইসলাম ভূঁইয়া

২৬।

বিশেষ গেজেট নং- ৭২১২

মোঃ জুলফিকার আলী

২৭।

বিশেষ গেজেট নং- ১৩৮৯০

আব্দুল আজিজ

২৮।

বিশেষ গেজেট নং- ৬৯৩

ইউ কে চিং বিবি

২৯।

বিশেষ গেজেট নং-৩৯৩০

শহীদ সানু অং মারমা

৩০।

বিশেষ গেজেট নং- ৩৯৪০

লিয়াম পুম বম

৩১।

বিশেষ গেজেট নং- ৮৫৩৩

মৃত শাকিয়াং