উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পর্যায়ে সাধারণ প্রশাসন, রাজস্ব ,আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সংক্রান্ত নিম্নোক্ত দায়িত্ব পালন করে থাকেন-
১। | উপজেলা পর্যায়ে উন্নয়ন প্রশাসনিক কার্য সম্পাদন ও উপজেলা পরিষদে মুখ্য নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। |
২। | উপজেলা পর্যায়ে সুশাসন,উন্নয়ন ও দূর্নীতি বিরোধী সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। |
৩। | সমন্বিত উন্নয়ন কর্মসূচী প্রণয়ন এবং বাস্তবায়ন করে থাকেন। |
৪। | প্রাকৃতিক দুর্যোগকালে খাদ্য ও ত্রাণ সামগ্রী গ্রহণ ও মজুতকরণসহ সার্বিক দায়িত্ব পালন। |
৫। | উপজেলা প্রশাসন সংক্রান্তে সরকারী নির্দেশ পালিত হচ্ছে কিনা,তা তিনি নিশ্চিত করে থাকেন। |
৬। | তাঁর এলাকাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করেন এবং শিক্ষার উন্নয়নে ভূমিকা পালন করেন। |
৭। | উপজেলায় চীফ প্রটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। |
৮। | উপজেলা রাজস্ব ও বাজেট সম্পৃক্ত কার্যক্রমের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করেন। |
৯। | উপজেলার কোন স্থানে দাংগা বা বেআইনী সমাবেশ বা আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে এরূপ পরিস্থিতিতে প্রযোজ্য ক্ষেত্রে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারী করেন। |
১০। | ইউনিয়ন পরিষদ,উপজেলা পরিষদ এবং জাতীয় সংসদ সদস্য নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করেন। |
১১। | পাবলিক পরীক্ষাসমূহ গ্রহণের ব্যবস্থা করেন থাকেন। |
১২। | উপজেলা ভূমি রাজস্ব ও ভূমি ব্যবস্থাপনা করে থাকেন। |
১৩। | কালেক্টর এর প্রতিনিধি হিসেবে তিনি তিনি উপজেলা পর্যায়ে অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা করেন। |
১৪। | সরকারী সম্পত্তি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ এর পদক্ষেপ গ্রহণ করেন ও সরকারী বকেয়া আদায়ের জন্য সার্টিফিকেট মামলা পরিচালনা করে থাকেন। |
১৫। | তিনি উপজেলা আইন-শৃঙ্খলা,পরিবেশ,খাস জমি বন্দোবস্ত,সেচ কমিটি,ঋণ কমিটি এবং টেন্ডার কমিটিসহ মোট ৪৯ কমিটির সভাপতি হিসেবে ন্যস্ত সমন্বয়মূলক দায়িত্ব পালন করে থাকেন। |
১৬। | তিনি সরকার কিংবা যে কোন আইন বলে সরকার কর্তৃক প্রদত্ত দায়িত্ব সম্পাদন করেন। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS