সড়ক পথে-
ঢাকা ঢাকা থেকে বান্দরবান সদরের দূরুত্ব প্রায় ৩৫০কি:মি:। ঢাকা থেকে সরাসরি বান্দরবানের উন্নতমানের পরিবহন ব্যবস্থা রয়েছে। বান্দরবান শহরের প্রাণ কেন্দ্রে বান্দরবান সদর উপজেলা পরিষদ অবস্থিত।
চট্টগ্রাম থেকে মহাসড়কের পথে প্রায় ৮০ কিঃমিঃ দূরত্বে বান্দরবান সদর উপজেলা পরিষদ আবস্থিত।
নদী পথে-
সাঙ্গু নদী পথে বান্দরবান সদর উপজেলায় মালামাল পরিবহন করা যায়।
বিঃদ্রঃ- পার্বত্য অঞ্চলে রেল পথে কোন যোগাযোগ নাই।
চিঠিপত্রের ক্ষেত্রে যোগাযোগের ঠিকানা :
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।
ফোন : ০৩৬১-৬২৪০৪
ইমেইল : unobandarbansadar@mopa.gov.bd
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS