বান্দরবান সদর উপজেলায় বিভিন্ন ধরণের খেলাধূলার প্রচলন রয়েছে। খেলাধূলার জন্য একটি স্টেডিয়াম আছে। এই স্টেডিয়ামে বাৎসরিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বলি খেলা এ অঞ্চলের একটি অন্যতম জনপ্রিয় খেলা। ০৭টি উপজেলা নিয়ে জেলা সদরের স্টেডিয়ামে ফুটবল, ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বান্দরবানের জনগণ তা উপভোগ করে। নিম্নে বান্দরবান সদর উপজেলা তথা বান্দরবান জেলায় প্রচলিত খেলাধূলার নাম দেয়া হল।
১। ফুটবল
২। ক্রিকেট
৩। ব্যাডমিন্টন
৪। দাবা
৫। হ্যান্ডবল
৬। টেবিল টেনিস
৭। ভলিবল
৮। ক্যরাম
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS