উপজেলার পটভূমি | নামকরণঃ সদর উপজেলার ‘‘বান্দরবান ’’ নামের উৎপত্তি সর্ম্পকে তেমন কোন তথ্য পাওয়া না গেলেও সাধারণভাবে এ বান্দরবান পাহাড় এবং বনজঙ্গলে পরিপূর্ণ। ইংরেজিতে ‘মাংকি’ এবং ‘ফরেস্ট’ এ দু’শব্দের বাংলা অর্থ বানর এবং বন - এ দু’ শব্দের মিলনে ‘বান্দরবান’ নামকরণ করা হয়। উপজাতীয়দের ভাষায় বান্দরবান শহরকে ‘ম্যাকছে’ বলে। ‘ম্যাক’ শব্দের অর্থ ‘বানর’ এবং ‘ছে’ শব্দের অর্থ ‘বাঁধ’। এ দু’শব্দে হয়-বান্দরবান এরকম জনশ্রূতি রয়েছে। পাহাড়ের ভাঁজে প্রচুর ছড়ায় শত শত বানর আসত। এ ছড়া গুলোতে প্রচুর ছোট বড় পাথর ছিল। ঝাঁকে ঝাঁকে বানর ছড়ার পাথরের উপর দল বেঁধে বসে থাকত। এ দৃশ্য বানরের বাঁধ হিসেবে পরিচিতি পায়। সকলের মুখে এ ধ্বনির পরিবর্তীত রূপ হয়- ‘‘ বান্দরবান ’’। এভাবে কালের বিবর্তনে এবং ধ্বনি পরিবর্তনের মাধ্যমে স্থানটি বান্দরবান নামে অভিহিত হয়।। |
ইউনিয়ন সমূহ | ইউনিয়ন- ০৫টি, যথা- ১। ১ নং রাজবিলা ইউনিয়ন ২। ২ নং কুহালং ইউনিয়ন ৩। ৩ নং বান্দরবান সদর ইউনিয়ন ৪। ৪ নং সুয়ালক ইউনিয়ন ৫। ৫নং টংকাবতী ইউনিয়ন |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS