Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বান্দরবান সদর উপজেলার পটভূমি

উপজেলার পটভূমি

নামকরণঃ

সদর উপজেলার  ‘‘বান্দরবান ’’ নামের উৎপত্তি  সর্ম্পকে তেমন কোন তথ্য পাওয়া না গেলেও সাধারণভাবে এ বান্দরবান  পাহাড় এবং বনজঙ্গলে পরিপূর্ণ। ইংরেজিতে  ‘মাংকি’ এবং ‘ফরেস্ট’  এ দু’শব্দের বাংলা অর্থ বানর এবং বন - এ দু’ শব্দের  মিলনে  ‘বান্দরবান’  নামকরণ করা হয়।  উপজাতীয়দের ভাষায়  বান্দরবান শহরকে ‘ম্যাকছে’ বলে। ‘ম্যাক’ শব্দের অর্থ ‘বানর’ এবং ‘ছে’ শব্দের অর্থ ‘বাঁধ’। এ দু’শব্দে হয়-বান্দরবান   এরকম জনশ্রূতি রয়েছে। পাহাড়ের ভাঁজে প্রচুর ছড়ায় শত শত বানর আসত। এ ছড়া গুলোতে প্রচুর ছোট বড় পাথর ছিল। ঝাঁকে ঝাঁকে বানর ছড়ার পাথরের উপর দল বেঁধে বসে থাকত। এ দৃশ্য বানরের বাঁধ হিসেবে পরিচিতি পায়। সকলের মুখে এ ধ্বনির পরিবর্তীত রূপ হয়- ‘‘ বান্দরবান ’’। এভাবে  কালের বিবর্তনে এবং  ধ্বনি পরিবর্তনের মাধ্যমে স্থানটি বান্দরবান নামে অভিহিত হয়।

ইউনিয়ন সমূহ

ইউনিয়ন- ০৫টি, যথা-

১। ১ নং রাজবিলা ইউনিয়ন

২।  ২ নং কুহালং  ইউনিয়ন

৩।  ৩ নং বান্দরবান সদর ইউনিয়ন

৪।  ৪ নং সুয়ালক  ইউনিয়ন

৫।  ৫নং টংকাবতী ইউনিয়ন