বান্দরবান শহর থেকে ৫কি:মি: দূরে টাইগার পাড়া এলাকায় সমুদ্র পৃষ্ঠ হতে ২০০০ফুট উচ্চতায় পাহাড় চুড়ায় নীলাচল পর্যটন স্পট অবস্থিত। এ পর্যটন স্পটটি বান্দরবানের পর্যটন শিল্পে যোগ করেছে ভিন্ন মাত্রা। নীলাচল থেকে আকাশ ছোঁয়া না গেলেও মনে হবে আকাশ আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। মেঘের রাজ্যে হারিয়ে যাবার স্বপ্ন যদি কারো থাকে তাহলে স্বপ্ন পূরণ হবে ‘‘ নীলাচল’’ গেলে। বর্ষায় সেখানে চলে রোদ আর মেঘের লুকোচুরি খেলা। শীতল পরশ বুলিয়ে শুভ্র মেঘ মুছে দেবে আপনার জীবনের ক্লামিত্ম। নীলাচল থেকে অনায়াসেই চোখে পড়বে বান্দরবান শহর। চার পাশে দেখাযাবে সারি সারি সবুজঘেরা পর্বতমালা। এখান থেকে ‘‘ চিম্বুক’’ পাহাড়ও দেখা যায়। আর রাতে দেখা যায় ‘‘ বন্দর নগরী চট্টগ্রামের ’’ রহস্যময় আলো আঁধারির খেলা। শহর থেকে পাহাড়ি সপ্নীল আঁকাবাঁকা পথে এর দুরত্ব ৫ কিলোমিটার। নীলাচলের কোল ঘেঁষেই রয়েছে তঞ্চগ্যা, মারমা ও ত্রিপুরা উপজাতিদের বসবাস। বান্দরবান জেলা প্রশাসন কর্তৃক ‘‘ নীলাচল পর্যটন কেন্দ্র টি’’ পরিচালনা করা হয়। জেলা প্রশাসন পরিচালিত একটি সুন্দর রেস্ট হাউজ রয়েছে, যেখানে রাত্রিযাপন করা যায়। জেলা প্রশাসনের তত্ত্ববধানে পরিচালিত দুই কক্ষবিশিষ্ট একটি রেস্ট হাউজ আছে। ভারাপ্রাপ্ত কর্মকর্তা, নীলাচল/এনডিসি, বান্দরবান, টেলিফোন - , মোবাইল - 01714230354, 01712718051
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS