বান্দরবানের বালাঘাটাস্থ পুলপাড়া নামকস্থানে বান্দরবান-চন্দ্রঘোনা সড়কের পাশে সুউচ্চ পাহাড়ের চুঁড়ায় ‘‘স্বর্ণ জাদি’’ অবস্থিত। এ সুদৃশ্য জাদি দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ‘তীর্থস্থান’। থাইল্যান্ড ও মিয়ারমারের স্থাপত্য নকশা ব্যবহার করে তৈরী করা হয়েছে জাদিটি। এর আর এক নাম মহাসুখ প্রার্থনা পূর্বক ‘বুদ্ধ ধাতু চেতী’। এখানে রয়েছে একটি সুন্দর মিউজিয়াম। পৃথিবীর অনেক প্রাচীন আমলে তৈরী করা অনন্য সব বৌদ্ধ মূর্তি নিয়ে গঠিত হয়েছে এ নজর কাড়া মিউজিয়ামটি। এখানে প্রতিবছর নানারকম ধর্মীয় অনুষ্ঠান ও মেলা হয়। এখানে পাহাড়ের চুঁড়ায় একটি পুকুর খনন করা হয়েছে। এ পুকুরের নাম ‘দেবতা পুকুর’। পর্যটকদের কাছে এ স্থানটি মনোরম। এখান থেকে সাঙ্গু নদী, বেতার কেন্দ্রসহ বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। এটি বৌদ্ধ ধর্মালম্বীদের একটি পবিত্র ধর্মীয় স্থান। প্রবেশ পথের সিঁড়িতে জুতা খুলে প্রবেশ করতে হয়। ভিক্ষুদের প্রার্থনায় যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য যথাসম্ভব নীরবতা পালন করাই শ্রেয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS